Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

টাঙ্গাইল জেলা শহরের নগর জালফৈ বাইপাস হতে মাত্র ১ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা সংলগ্ন ০২ একর জমির উপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে ১৮ অক্টোবর ২০০৬ সালে নগর জালফৈ নামক স্থানে প্রশস্ত চত্তরে এক মুক্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য। এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। । বর্তমানে ০৬টি ট্রেডে বিভিন্ন অকুপেশনে ( কন্জুমার ইলেকট্রনিক্স, ক্যাড অপারেশন ২ডি ৩ডি, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিসেস, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, হাউজ কিপিং, ইংরেজি ভাষা, জাপানীজ ভাষা, কোরিয়ান ভাষা শিক্ষা ) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিদেশগামী কর্মীদের ০৩(তিন) দিন ব্যাপী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) প্রশিক্ষণ চলমান আছে।

টাঙ্গাইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজীতে পরিবেষ্টিত এবং প্রবেশ পথের দু’পাশে মনোমুগ্ধকর ফুলের বাগান রয়েছে। প্রশাসনিক ভবনের গেটে রয়েছে কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সার্বক্ষনিক প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমসহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সবরাহ করেছে। 



জনবলঃ

ক্রমিক নম্বর
পদের নাম
অনুমোদিত পদসংখ্যা
বর্তমানে কর্মরত
শুন্য পদ
০১ অধ্যক্ষ ০১ ০১
০২ উপাধ্যক্ষ ০১ ০১
০৩ চীফ ইন্সট্রাক্টর ০৬ ০৩ ০৩
০৪ সিনিয়র ইন্সট্রাক্টর ১২ ০৫ ০৭
০৫ ইন্সট্রাক্টর
১২ ১২
০৬ সিনিয়র ইন্সট্রাক্টর (বিষয় ভিত্তিক)
০২ ০২
০৭ ইন্সট্রাক্টর (বিষয় ভিত্তিক)
০২ ০২
০৮ কম্পিউটার অপারেটর ০২ ০২
০৯ লাইব্রেরিয়ান ০১ ০১
১০ প্রধান সহকারী ০১ ০১
১১ হিসাব রক্ষক ০১ ০১
১২ কম্পাউন্ডার ০১ ০১
১৩ ষ্টোর কিপার ০১ ০১
১৪ কেয়ার টেকার ০১ ০১
১৫ ড্রাইভার ০১ ০১
১৬ ইলেকট্রিশিয়ান ০১ ০১
১৭ ওয়ার্কসপ এটেনডেন্ট ০৬ ০৬
১৮ ল্যাবঃ এটেনডেন্ট ০২ ০২
১৯ অফিস সহায়ক ০৪ ০৪
২০ নিরাপত্তা প্রহরী ০৫ ০৫
২১ পরিচ্ছন্নতা কর্মী ০৩ ০৩
২২ মালী ০১ ০১
সর্বমোট=  ৬৭ ৫৫ ১২