দেশের স্বল্প শিক্ষিত/শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী বিভিন্ন অকুপেশনে দক্ষতা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনসম্পদ তৈরীতে অসামন্য অবদান রাখছে। টাঙ্গাইল টিটিসি-তে কোরিয়ান ভাষা শিক্ষা, জাপানীজ ভাষা শিক্ষা এবং ইংরেজি ভাষা শিক্ষা কোর্সসহ মোট ১৫টি অকুপেশনে উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০২০খ্রি: ৭০০ জন, ২০২১খ্রি: ১১১৩ জন এবং ২০২২খ্রি: ১১২৭ জন । অর্থাৎ গত তিন বছরে ২৯৪০ জন কর্মক্ষম জনশক্তিকে দক্ষ জনসম্পদে রুপান্তর করে বৈদেশিক কর্মসংস্থান গ্রহণের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি অভিবাসী কর্মীদের অধিকার ও স্বার্থ সংরক্ষন, মধ্যসত্ত্বভোগী শ্রেণীর দৌরাত্ম হ্রাস ও হয়রানীমুক্ত নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিদেশগামী কর্মীগণকে নিয়মিত ব্রিফিং প্রদান করা হচ্ছে। প্রাক-বহির্গমন কোর্সে ২০২২ খ্রি:-এ ৩১৮৮০ জন-কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ওয়েলডিং এন্ড ফেব্রিকেশন, কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (সিভিল কন্সট্রাকশন), ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (ট্রান্সপোর্ট), রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ড্রাইভিং, ক্যাড ফর কন্সট্রাকশন ২ডি-৩ডি, কন্জুমার ইলেকট্রনিক্স, ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, ম্যাশন, অটোমোবাইল মেকানিক্স এবং হাউজ কিপিং অকুপেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশনে (RTO) রুপান্তর করা হয়েছে। মান সম্পন্ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের আওতায় Short Course-Self Supporting, SEIP, SEIP Motor driving with Basic Maintenance, ড্রাইভিং(দেশ-বিদেশে) প্রশিক্ষণ কোর্স সমূহ সফলতার সাথে পরিচালিত হচ্ছে। স্ব-অর্থায়নে ০৩ (তিন) মাস মেয়াদী ফ্রি-ল্যান্সিং কোর্স চালু করা হয়েছে। এতে প্রতি বছর ২,২০০ জন শিক্ষার্থীর দক্ষতা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। চলতি বছরে SEIP কোর্সে কর্মসংস্থান হার ৪০%। কারিগরি প্রশিক্ষণে উদ্ধুদ্ধ করণ, লিফলেট ও বিজ্ঞপ্তি ছাপিয়ে সর্বস্তরের জনগণের নিকট বিতরণ এর মাধ্যমে দক্ষতার প্রশিক্ষণমান বৃদ্ধি পেয়েছে। মুজিব বর্ষ উদযাপনে কর্মসূচী গ্রহণ এবং জাকজমকপূর্ণ পরিবেশে ১৭ মার্চ উদযাপন করা হয়েছে। অত্র কেন্দ্রের সকল ট্রেডে, ক্লাশরুমে, শাখা, দপ্তরে ৩০ এমবিপিএস ব্রড ব্যন্ড ডিডিকেটেড ইন্টারনেট সংযোগের মাধ্যমে ই-লানিং ব্যবস্থা সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে। কোভিড-১৯ এ জনসচেতনতা বৃদ্ধিকল্পে ৭ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক প্রদত্ত অর্থবরাদ্দ শতভাগ ব্যয় করা হয়েছে। বিভিন্ন ল্যাব, ওয়ার্কসপ, শ্রেণিকক্ষ, ভবন ও স্থাপনার বৈদ্যুতিক ও পূর্ত মেরামতের মাধ্যমে ভবন ও স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে । বিভিন্ন রাজস্ব আয় চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকল বৃত্তি ও বেতন ভাতাদি ব্যাংক এর মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। সরকারী নির্দেশনা, এপিএ চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS